
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরুদী অভিযান পরিচালনা করে ভারতীয় ৭টি মহিষ আটক।
পুলিশ সূত্র জানায়. ২৮ জুন রাতে ১১ টায় অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের মহেষমারা এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ আটক করে পুলিশ। অপরদিকে পুলিশের উপস্থিতিটের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা মহিষ ফেলে পালিয়ে যায়। আটককৃত মহিষ গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা সমপরিমাণ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান মহিষ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরকম অভিযান অভ্যাহত থাকবে।